রবি ও স্যামসাং যৌথভাবে বাংলাদেশে আনছে Samsung Galaxy S5!

প্রযুক্তিপ্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই ফেব্রুয়ারীতে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০১৪ এ ফ্ল্যাগশীপ স্মার্টফোন Galaxy S5 এর ঘোষণা দিয়েছিলো কোরিয়ান স্মার্টফোন জায়ান্ট স্যামসাং। আগামী ১১ এপ্রিল বাজারে আসার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত এই স্মার্টফোনের!

 

বাংলাদেশের বাজারে যৌথভাবে Galaxy S5 আনবে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও স্মার্টফোন জায়ান্ট স্যামসাং! 


স্মার্টফোনটি বাজারে আনা উপলক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে রবি ও স্যামসাং। সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ ব্যাপারে একটি স্ট্রাটেজিক পার্টনারশিপ স্বাক্ষর করেছে। পার্টনারশিপের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে বলেন, 


“বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের মাত্রা বাড়ানোর দিকে নজর দেয়া অপারেটর হিসাবে এই উদ্যোগটি গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রতি রক্ষার একটি পদক্ষেপ।”


এব্যাপারে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর চুন সু মুন বলেন,


“গ্যালাক্সি এস-৫ চালুর মধ্য দিয়ে স্যামসাং গ্রাহকের মৌলিক প্রয়োজনের দিকে নজর ফিরিয়ে নিয়েছে। এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মাধ্যমে আমরা গ্রাকহদের জন্য সন্তোষজনক অফারের পাশাপাশি উদ্ভাবনী সেবার মিশেলে ভাল গ্রাহক সেবা প্রদান করতে পারব।”


রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে আরো জানান, আগামী ২৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত রবি গ্রাহকরা স্যামসাংয়ের অনুমোদিত আউটলেট ও নির্ধারিত রবি সার্ভিস পয়েন্টে গ্যালাক্সি এস-৫ স্মার্টফোনের জন্য অগ্রিম বুকিং দিতে পারবেন।


যারা অগ্রিম বুকিং দিবেন তাদের জন্য থাকছে নানা ধরণের রবি বোনাস। এছাড়া যারা অগ্রিম বুকিং দিবেন তাদের মধ্যে সৌভাগ্যবান কয়েকজন রবির সৌজন্যে আয়োজিত Samsung Galaxy S5 এর গ্র্যান্ড লাঞ্চিং অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাবেন।

 

উল্লেখ্য অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাটে চালিত Samsung Galaxy S5 এ রয়েছে ৫.১ ইঞ্চি স্ক্রীনের সুপার অ্যামোলেড ডিসপ্লে যার রেজ্যুলেশন ১০৮০ x ১৯২০ পিক্সেল। এছাড়া এর পিক্সেল ডেনসিটি হলো (PPI) ৪৩২।


২.৫ গিগাহার্টজ গতির ক্রেইট-৪০০ কোয়াডকোর প্রসেসরচালিত গ্যালাক্সি এস-৫ এ চিপসেট হিসেবে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন ৮০০; Adreno 330 জিপিউসমৃদ্ধ এই ফোনে আছে ২ গিগাবাইটের র্যা ম। এর ইন্টারনাল মেমোরী হিসেবে থাকছে ১৬ ও ৩২ গিগাবাইটের জায়গা। এছাড়া এটি ৬৪ গিগাবাইট পর্যন্ত মেমোরী কার্ড সাপোর্ট করবে।


তবে ঠিক কবে থেকে গ্রাহকেরা পাবেন Samsung Galaxy S5 কিংবা কতোইবা হবে এর মূল্য এসম্পর্কে এখন পর্যন্ত রবি কিংবা স্যামসাং কর্তৃপক্ষ কোন ধরণের তথ্য জানায়নি।


বরাবরে মত আমাদের সাথেই থাকুন আর জানুন সময়ের খবর সময়ে।