নকিয়া, উইন্ডোজের সাথে গাটছাড়া বেঁধে কি ভুল করেছিল?

এই প্রশ্নের জবাবে যে কেউই হয়তো বলে উঠবে; হ্যা, অবশ্যই NOKIA’র সিদ্ধান্তে অবশ্যই ভুল ছিল! কারণ বর্তমানে ফোনের বাজারে একটু চোখ বুলালেই, Android অপারেটিং সিস্টেম ব্যবহৃত ডিভাইস গুলোর ইর্ষনীয় চাহিদাটা বুঝা যায়। বিশেষ করে ২০১২-১৩ সনের বিক্রিত ফোন গুলোর পরিসংখান থেকে Android অপারেটিং সিস্টেম এর স্মার্টফোন গুলোর অবস্থান দেখলেই বুঝা যায় Windows অপারেটিং সিস্টেম (নকিয়ার বর্তমান স্মার্টফোন গুলোতে ব্যবহৃত অপারেটিং সিস্টেম) ব্যবহৃত সেট গুলোর সাথে তাদের ব্যবধান কতখানি। যেখানে Android  ফোনগুলো বাজারে দাপটের সঙ্গে চলছে, সেখানে Windows  ফোনগুলো মোটামোটি ধীর গতিতেই এগোচ্ছে! 


android_vs_windows


একসময়ে নকিয়া ছিল মুঠোফোন বিশ্বের রাজা, আজ সেখানে তারা বাজারে APPLE  এবং Samsung  এর পিছনে ৩য় অবস্থানের জন্যে দৌড়ে হাপিয়ে উঠছে! যারা ২০০৩ সনে বের হওয়া ফিচার ফোন “নকিয়া ১১০০” ব্যবহার করেছেন বা দেখেছেন (উল্লেখ্য, এই হ্যান্ডসেট’টি বিশ্বে সর্বাধিক বিক্রির রেকর্ড করেছে), তাদের কাছে বর্তমানে কোম্পানিটির  অবস্থান দেখে হতাশ হবারই কথা। কিন্তু হতাশ নন এই ফিনিশ কোম্পানিটির চিফ একজিকিউটিভ স্টেফেন এলোপ। 


বরঞ্চ তিনি তাদের কোম্পানির সিদ্ধান্তকেই তত্কালীন সময়ের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল বলে আখ্যায়িত করলেন। সম্প্রতি এক প্রেস কনফারেন্সে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন-


 "আমাদের কোম্পানির পক্ষে আমরা যে সিধান্ত নিয়েছিলাম তাতে আমি খুশি, আমরা সিদ্ধান্ত নিতে একটু দেরী করলেও ভালো একটি সিধান্ত নিয়েছিলাম।"


উল্লেখ্য, ২০১০সনে নকিয়া কোম্পানি যখন সিম্বিয়ান ছেড়ে অন্য অপারেটিং সিস্টেম ব্যবহারের উদ্যেগ নেয় তখন তারা প্রথমে Android  অপারেটিং সিস্টেমের উপর আগ্রহ দেখালেও পরবর্তীতে Windows অপারেটিং সিস্টেমকেই বেছে নেয়। তিনি আরও বলেন-


 "আমরা যেখানে যেতে চাচ্ছিলাম সেখানে আমাদের আগে অনেকেই অবস্থান করছিল, আর আমরা যদি বর্তমান বাজার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে, বাজারে বিভিন্ন কোম্পানির খুব ভালো ভালো Android ডিভাইস আছে কিন্তু ব্যবসা সফল ভাবে চলছে শুধু একটি মাত্র কোম্পানির ডিভাইস গুলোই।"


তিনি কথার ইঙ্গিতে যে Samsung-কে বুঝিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে নাহ। এবং তার কথাটি যুক্তিযুক্ত বটে, কেননা একই অপারেটিং সিস্টেম ব্যবহার করে  Samsung ডিভাইস গুলো যেখানে আকাশচুম্বী ব্যবসা করছে সেখানে HTC তার ব্যবসায় কূল-কিনারা করতে পারছেন নাহ। স্টেফেন এলোপ আরও বলেন যে- কৌশলগত ভাবে আমাদের ভিন্ন কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করাই লাগতো, যেমন-  AT&T (অ্যামেরিকাতে ব্যবসা করা অন্যতম ফোন অপারেটর) এর সাথে  বৈঠকে আমাদের সত্যিই দরকার ছিল, কারণ আমরা APPLE অথবা Android ব্যবহারকারী Samsung  নই, আমরা এখন তৃতীয় বিকল্প রাস্তা; যা সকল অপারেটরদের মাঝে আমাদের একটি ফাঁকা স্থান করে দিয়েছে।


 তিনি আরও বলেন, আমরা BB10 (ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম) কে  পিছনে ফেলে Apple এবং Samsung এর পর  তৃতীয় স্থানে অবস্থান করতে পারছি বলে আমাদের ধারণা। 

তার ধারণা মোটেও ভুল বলে মনে হছে না, কারণ ব্যবসায় বর্তমান বছরের ২য় প্রান্তিকে যেখানে BB10 ব্যবহৃত ডিভাইস গুলোর বিক্রি ছিল ৬.৮মিলিওন ইউনিট, সেখানে ধারণা করা হচ্ছে নকিয়ার বিক্রিত হ্যান্ডসেট এর সংখা ৭-৮ মিলিয়ন এর ঘরে!


স্টেফেন এলোপ এর এমন উত্তরে আপনার কি মনে হয় নকিয়া কোম্পানিটির সিধান্ত কি আসলেই সঠিক ছিল নাকি Android অপারেটিং সিস্টেম ব্যবহার করাটাই তাদের জন্যে মঙ্গলজনক হতো?


mir_sajjad_muthofon লিখেছেন

 মীর সাজ্জাদ