আনুষ্ঠানিক ঘোষনা আসল Nokia Lumia 625 এর, আরো একটি উইন্ডোজ ফোন

নকিয়া তাদের লুমিয়া পরিবারে আরও একটি উইন্ডোজ ফোন যোগ করল, এবার হল Lumia 625। এর আগেই আমরা নকিয়ার ফোনটির ঘোষনা আসার আগাম খবর দিয়ে ছিলাম আর এখন নকিয়া থেকে অফিসিয়াল ঘোষনা আসল।


চলুন তাহলে ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক। 

Nokia Lumia 625 Specification: -

4.7" IPS LCD with WVGA resolution (480 x 800, 201ppi) and "2.25D" curved Gorilla Glass 2

 

ফোনটির দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব যথাক্রমে 133.3 x 72.3 x 9.3 মিলিমিটার এবং ওজন ১৫৯ গ্রাম। 


ফোনটিতে আছে ডুয়াল কোর 1.2Ghz প্রসেসর, 512MB RAM এবং 8GB ইন্টারনাল মেমোরি সাথে থাকছে মেমোরি কার্ড এক্সপানেশনের সুবিধা। 


ফোনটিতে আছে HSPA+4G, Wi-Fi, Bluetooth 4.0, GPS, A-GPS, Glonass Positioning System এবং অফলাইন ম্যাপ সুবিধা। 


আরও থাকছে LED ফ্ল্যাশ সহ 5MP ক্যামেরাযা FULL HD 1080p ভিডিও ধারণ করতে সক্ষম এবং ফ্রন্ট ক্যামেরা VGA ভিডিও চ্যাট করার সুবিধার্তে।


nokia_lumia_625_bangladesh 


ফোনটি সেপ্টেম্বরের দিকে বাজারে ছাড়া হবে ইউরোপ, আমেরিকা, ভারত, চায়না এবং মধ্য প্রাচ্যের দেশগুলোতে। ফোনটি পাওয়া যাবে কালো, সাদা, কমলা, সবুজ এবং হলুদ ৫টি রঙের ভিতরে। দাম হিসেবে ধরা হয়েছে ২৬০ ইউরো। 


বাংলাদেশে কবে নাগাদ আসবে বা আদৌ আসবে কিনা সে সম্পর্কে এখনি কোন মন্তব্য করার উপায় নাই। তবে আমাদের দেশে আসলে সব মিলিয়ে হয়তো ২৭০০০ টাকা বা তার কাছে-পিঠেই পাওয়া যাবে।

 


ahsan_ahmed
 লিখেছেন
 আহসান আহমেদ