Nokia Lumia 625 (4.7 inch display) এর ছবি আর তথ্য ফাঁস হল

ফিনিশ জায়ান্ট নোকিয়া আগামী দু-এক সপ্তাহের মধ্যেই Lumia 625 নামে একটি নতুন মিড রেঞ্জ উইন্ডোজ ফোন রিলিজ করতে যাচ্ছে বলে জানা গেছে THE VERGE - এর সূত্রে।

 

এই ফোনটির ডিসপ্লে থাকবে 4.7 ইঞ্চির যা এখন পর্যন্ত নোকিয়ার সবচেয়ে বড় ডিসপ্লের ফোন। তবে ফোনটি খুব একটা ব্যয়বহুল হবে না কারণ এর দাম US $325 ডলারের মত হবে। 


ফোনটিতে রয়েছে 4.7 ইঞ্চির WVGA 800 x 480 ডিসপ্লে (মিড রেঞ্জ ফোন হওয়ার কারণে), ডুয়াল কোর 1.2 Ghz Snapdragon S4 প্রসেসর, 512MB RAM, 5 মেগাপিক্সেলের ক্যামেরা এবং LTE সুবিধা। অন্যান্য লুমিয়া সিরিজের ফোনের মতই এই ফোনটিও বিভিন্ন রঙের পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। 


ফোনটি মূলত USA-তে মিড রেঞ্জ মোবাইল বাজার ধরার জন্যই বানানো হয়েছে কারণ এই ফোনটিতে ফিচার হিসেবে রয়েছে LTE যা আমরা 4G হিসেবেই জানি এবং এই নেটওয়ার্ক USA এবং এশিয়া, ইউরোপের হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া এখন পর্যন্ত অন্যান্য দেশ গুলোতে শুরুই হয়নি। 


এখন দেখার বিষয় নকিয়া কিভাবে তাদের এই ফোনটি দিয়ে ইউরোপ ও আমেরিকাতে, স্যামসাংয়ের মিড রেঞ্জ ফোন গুলোর সাথে প্রতিযোগিতায় নামে। 



ahsan_ahmed_muthofon লিখেছেন
 আহসান আহমেদ