পানি-ধুলো নিরোধক নকিয়া ৬২০ আসছে খুব শীগগীর

নকিয়ার অনেক ফোনের ভিড়ে লুমিয়া ৬২০ তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষনের জন্যে মোটামুটি শ্রেয়তর একটি উইন্ডোজ ৮ হ্যান্ডসেট। যে কারনেই কিনা লুমিয়া ৬২০ বাজারে এসেছে ঝকঝকে সব রঙয়ে নিজেকে রাঙিয়ে আর চমৎকার ফিনিশিং নিয়ে। আর মজার ব্যাপার হলো ব্যবহারকারী চাইলে পিছেনের কভার পরিবর্তন করে নিতে পারেন, কয়েকটি রঙ্গের পিছনে কভার কেনার সময় দিয়ে দেওয়া থাকে মোড়কের ভিতরে।


 

তবে নকিয়া যদি লুমিয়া ৬২০ এর ক্ষেত্রে সৌন্দর্যের সাথে সাথে প্রতিরক্ষা নিয়ে মাথা ঘামায় তাহলে বলা যায়, পরবর্তী পরিবর্তনে তা অবশ্যই আসছে। বেশ কয়েকটি খবরের উৎস থেকে জানা যায়, নকিয়া লুমিয়া ৬২০ এর পরবর্তী পরিবর্তনে পানি-ধুলো নিরোধক কভারে আচ্ছাদিত থাকবে। তবে এর যে পানি-ধুলো নিরোধক দেওয়া হবে সেটি যে লুমিয়া ৬২০ কে সুইমিংপুলে সরাসরি ছুড়ে মারলেও ফোন’টিকে ভাল রাখবে তার নিশ্চয়তা দিতে পারছে নাহ। কারন এর নিরোধক যন্ত্রাংশটি এখন পর্যন্ত যে রিপোর্ট পাওয়া গেছে তাতে আইপিএস৫৪ মানের। এখানে বলে রাখি, সরাসরি পানিতে নিমজ্জন থেকে রক্ষা পেতে হলে একটি নিরোধকের আইপিএস৬৭ মানের হতে হয়।

 


লুমিয়া ৬২০ এর এই নিরোধকের ব্যাপারে যাদের কাছ থেকে তথ্য গুলো পাওয়া গেছে তাদের কথায় বিশ্বাস রাখাতে সন্দেহের অবকাশ নাই, এর মাঝে আছেন নকিয়া নেদারল্যান্ডসের বিটুবি (বিজনেস টু বিজনেস) সেলস্‌ ম্যানেজার আর সেই সাথে আছে “উইন্ডোজ ফোন লাইভ”। এসব উৎস থেকে নিশ্চয়তা পাওয়া গেছে লুমিয়া ৬২০ এ আসছে ধুলো-পানি নিরোধক ব্যবস্থা তবে তার আরো নিশ্চিত করেছেন এই নিরোধক বের হতে হতে আরো বেশ কিছু সময় নিবে।


 

তবে লুমিয়া ৬২০ এর এই নিরোধক দেখতে কেমন হবে সেই বিষয় এখন পর্যন্ত কোন ধারণা পাওয়া যায় নাই। সম্ভবত, নিরোধক’টি ফোনের মূল কভারটিকে প্রতিস্থাপন করবে অথবা মূল ফোন এই নিরোধকের মধ্যে রাখতে হবে (আমরা যেমন ভাবে ফোনে এক্সট্রা কভার লাগাই আরকি)। নিরোধক যেমনই হোক না কেন, আমরা আপনাদের তাৎক্ষনিক খবরটি পৌছে দিবো। কাজেই আমাদের সাথেই থাকুন।