Nokia Lumia 1520, অপেক্ষা আরো বাড়ল

নকিয়ার ফ্যান যারা এর প্রথম ফ্যাবলেটের জন্যে অপেক্ষা করছেন, তাদের জন্যে অপেক্ষাটা একটু দীর্ঘ হতে যাচ্ছে। ধারণা করা হয়েছিল, Nokia Lumia 1520 এই ফ্যাবলেট’টি হয়তো খুব শীগগীর ঘোষনা হতে যাচ্ছে। কিন্তু সম্প্রতি Microsoft এর নকিয়াকে ক্রয় করার ঘটনাটি অনেক কিছুকে শিডিউল থেকে সরিয়ে দিয়েছে।


Nokia এখন তাদের নতুন অনুষ্ঠান গুলো আবার রি-শিডিউল করছে। এখন পর্যন্ত যা জানা গেছে তাতে করে নকিয়ার ৬ ইঞ্চির Windows 8 এই Lumia 1520 ফ্যাবলেট’টি সামনের মাসের শেষের দিকে বা ২১শে অক্টোবরের দিকে অফিসিয়াল ঘোষনায় আসতে পারে। যার মানে দাঁড়ায় বাজারে আসতে আসতে নভেম্বর মাস। সেই হিসাবে এখনো বেশ অনেকটা সময় বাকি আছে তাহলে।


আর এই ঘোষনা দিবার জন্যে ধারণা করা যাচ্ছে Lumia 1020 এর মতই New York’কে বেঁচে নেওয়া হবে। Lumia 1520 বাজারে আসছে US ফোন ক্যারিয়ার AT&T এর হাত ধরে; আর ধরে নিয়া যায় এটি AT&T এর জন্যে একটি চমৎকার মার্কেট বুষ্ট হিসাবে কাজ করবে।